পাতা:অবলা প্রবলা.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরণ" । -ജ്ഞുങ്ങ কৃতজ্ঞতা 1। কৃতজ্ঞতা পূর্বক স্বীকার করিতেছি যে শ্যামবাজার নি বাসি পণ্ডিতবর শ্রীযুক্ত ব্রজনাথ বিদ্যালঙ্কার মহাশয় আমার এই গ্রস্থ সংশোধনে অনেক পরি, শম স্বীকার করিয়াছেন । অপিচ, যে সকল মহা শয়ের গ্রন্থ গ্রহণে অঙ্গীকৃত হইয়া অনুষ্ঠান পত্রে স্বাক্ষর করিয়াছেন যদিও বাহুল্যপ্রযুক্ত তত্ত্বাবতের নামোল্লেখে অক্ষম হইলাম বটে, তথাপি শ্যামবাজারস্থ শ্রীল যুক্ত বাবু রাজেন্দ্র নারায়ণ বসু এৰ শ্রীল ঐযুক্ত বাবু শ্রীনারায়ণ বসুমহাশয় দ্বয়ে স্ত্র নাম প্রকাশ না করিয়া নিরস্ত থাকিতে পারিলাম মা, যেহেত্ত এতদুভয়ের সাহায্য ব্যতিরেকে মদীয় গ্রন্থ কদাপি আশু প্রকাশিত হইত না ।এই মহোদয় দ্বয় মৎপ্রতি যে প্রকার সহায়তা এবং উৎসাহ প্রদান করিয়াছেন, তাহ বস্তুণে কাঠের লেখনী ও অশক্ত, বিশেষতঃ শেষোক্ত মহাতারগুণস্বরণ श्३লে আমার চিত্ত এক অপুর্ব রসে আদ্র হইতে থাকে। কিমধিক ইতি । সম্বৎ ১৯১৩ । তারিখ ২০চৈত্র শ্রীকালীদমার মুখোপাধ্যায়।