পাতা:অবলা প্রবলা.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४४२ অবলা প্রবলা । - নামে এক আলী ছিল সঙ্গে কহিল শুনহ কিছু কছি এ প্রসঙ্গে ॥উভয়ের হয় যদি উভয়ে আসক্তি । সে দুয়ের পক্ষে ইহা অন্যের কি শক্তি ৷ প্রেমিক যদ্যপি হয় প্রেমের কারণে দুরন্ত কৃতান্ত সহ যায় একারণে ; না করে প্রাণের আশা পশ্চাত নাচায় । নিজ জন আসি যদি নয়ন নাচায় । যদি বলে এস সথা কর বিষ পান । বিলম্ব না সয় মাত্র অনুমতি পান। পান করি আপনি প্রিয়ার বাক্য রস । বলে ইহা শতগুণে সুধার সরস। নাহি তার ভাল লাগে সুধাকর কর। পরশন যতক্ষণ নহে সেই কর। যদি সে লোকের কাছে কদাকার হয় । তথাপি তাহার চক্ষে উত্তম রহয় । তাছার হাসিতে সে বিদ্যুত নাহি মানে । মদন ঘরণী হেয় তার বিদ্যমানে । একের দুঃথেতে বছে আর চক্ষে ধারা । অতএব শুন ধনি প্রেমের এধারা । উভয়ের মন থাকে উভ য়ে যে মিলে । এমন ভূতলে কিন্তু মিলে কি না মিলে। যে জন না পাইয়াছে এ রসের তার t ধিক ধিকতা হারে জনম ধিক তার ৷ এই সব বাক্য যবে শুনিলেক ধনী। সদিনীর পুতি কহে করি মৃদুনি৷ cमाब्र সম। অভাগিনী কেব৷ আছে বল । নাপাইনু পুণপতি প্রাণের সম্বল। পতির নিকটেরৈল পুণয়