পাতা:অবলা প্রবলা.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ ৷ আবঙ্গা প্রবলা । । রায়, জিজ্ঞাসি আগে ত্রায়, কি কহে ভূপজা - হে ৷ এতেক বলিয়া ধনী; রাথিয়া নাগর মণি নৃপ বালা সে রমণী, স্থানে চলে কহিতে । দেখে আসি জমারীর, নয়নে বহিছে নীর, বিমনে মন অস্থির সখীগণ সহিতে। হেরিয়। সূলোচনায়, কহে বালা কৰুণায়, কি কহিল যুবরায় শীঘ্র মোরে বলরে। প্রাণ হৈল জর জর, অগ্রসর পঞ্চশর, দাণ্ডাইয়। স্থানে শর, বিপক্ষ প্রবলরে , আই দেথ চক্রবাক, ছালে বঞ্জ সম বাকু ভাবিয়া হই অবাক ভয়ে বাক ন সরে । পিক বলে মার মার, ভ্রমর সহায় তার, বলিয়া সুসমাচার, এ যন্ত্রণ নাশ রে ৷ শুনি মোর বিবরণ, কি কহিল সুবরণ জিনিয়া ও সুবরণ বলরে সূলোচন। উহুমরি হায়২, প্রাণ বুঝি যায় যায়, হুইবে কি হেন দায় পরিত্রাণ সূচনা ৷ শুনি সথা কহে তায়, কথা শুনি হাসি পায়, বালিকার মত প্রায়, আচরণ তবছে । সত্য জান মম বাণী, মিলাব নগর শানি, ইথে কেন ঠাঙ্গরাণি নয়নে পম্নোবহে । ধৈরজ ধরিতে হয়, উতলার কর্ম্ম নয়, করিবে কি ছয় নয়, অভাগিনী গণকে । যদি কেহ ভূপে২,শুনিয় জানায় ভূপে, তখন বল কি ৰূপে, কি কব রাজনকে । তোমার টুটিবে মান, মে।