পাতা:অবলা প্রবলা.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রললা । * : সবার যাবে প্রাণ, তমিত নহ অজ্ঞানং বুঝে দেখ মনেতে হবে এই অবশেষ, জানিলে এ সবিশেষ, নাগর যাইবে শেষ, রাজার শাসনেতে । তেই বলি রাজবালা প্রকাশিলে মান জালা, কলঙ্কেতে অঙ্গ ঢালা, উচিত ত নয়হে । মোর পরামর্শ ধর, গোপনে যাপন কর, লয়ে আই ৰূপবর, রাঙ্গার তনয় হে। উস্থার আছয় মন করে প্রেম উপজান, নাজানিতে কোনজন; ইহার ভজনহে । মনে২ এই আশ, থাকিয়৷ তোমার পাশ, যাস্থে হয় উপহাস, এমত্ব মত নহে । শুনি বলে। মিয়াণে, কহে সখী বিদ্যমানে, মন না প্রবোধ সনে কে বুঝিবে বলনা কছিলে করি গোপন, কর রস অ্য লাপন, পাইব হে আই জন, করি কোন ছলনা । শুনে যত সখীগণে, উছার সোপান গণে কহুে ওগো চন্দ্রননে, তাহার কি ভাবনা । যদি মনে ইচ্ছাকরি, দিনে করি বিভাবর, গগণের চন্দ্র ধরি, ইথে আর ভাব না । স্থাছে হেন বুদ্ধি বল, যদি করি ছল বল, কে বুঝে সে ছল বল, ত্রিজগত ভিতরে। পাতিঙ্গে চাত্তর পাশ, অতি চত্তরের পাশ, পড়য় লাগিয়৷ কাশ, কি সাধ্য তাহে তরে ; এফে সহচরী গণে, মিলাইতে অই জনে, কন্তু নাস্ট্রি