পাতা:অবলা প্রবলা.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

女演 অবল প্রবল । ধারী। মণিময় কণ্ঠহার, বিবরিব কি তাহার, এক দন্ত সঞ্জর বদন । অপৰূপ ভূষিতায়, শিরোপরে শোভে তায়, বিমোহিত জগজন মন । সে ৰূপের সবিশেষ, নাকহিতে পারে শেষ নিৰ্বিশেষ ভূমি গজানন । অনিৰ্বাচ্য গুণ পুন, বাথানিতে পুনঃ২, নিরস্ত যাহাতে রেদগণ । গুণাকর বিনিগুণ, সেগুণ কি এ নিগুণ, কহিবারে পারে কদাচন। তুমি অন্ত মধ্য আদি, সত্ব রজ স্তম আদি, ত্রিগুণ তোমাতে নিরূপণ। তব লীলা সুধাময়, প্রকাশিত জগন্ময়, সর্ব্বৰূপ গুণময় হও। সর্ব্বভূতে আবির্ভূত, ভমি পঞ্চ নয় স্থত, পুনঃ পঞ্চভূতময় নও। অনাদি অনন্ত ভব, অসম্ভব সুসম্ভব, তোমাতে সম্ভব সব হয়। ইন্দ্র চন্দ্র দিবাকর, ব্রহ্মা বিষ্ণুকি শঙ্কর, সর্ব্ব অগ্রে তোমারে পূজয় । তুমি সৃষ্টি স্থিতি লয়, যে তব স্মরণ লয়, কৃতান্ত নিতান্ত তার দাম। স্থাবর জঙ্গমচয়, কহে তব পরিচয়, লীলাছলে হইয়। প্রকাশ। নিরাকার নিশ্বিকার, বঙিতে শকতি কার সাকার সম্ভব পুন: রায় । নিত্যৰূপ নিরঞ্জন, কে জানিবে ও ভাজন, আমি অতি অভাজন তার। প্রকৃতি পুরুষ সার, অবিরত ত্রিসংসার, ইচ্ছাবশে ভূমিতেছে যার । কি করিব সম্বোধন, জীবের জীবন ধন, তৰপারে