পাতা:অবলা প্রবলা.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৮ অবল প্রবল । অথ মনোকোহিনীর বাসর সজ্জা ৷ আদ্য যমক ৷ পয়ার । প্রভাকর প্রভাকর অস্তে কৈল ভর । তৎপর২ সখী সী জাতে বাসর । চিত্রে চিত্রে বিচিত্রে থচিত কৈল গহ । করে করে আয়োজন আনি দেয় কেহ । চন্দ্র চন্দু তপে দিব্য চল্লুিক ছাদিল । চাদ চাদ নীতে যেন নামিয়া বসিল । নানা রঙ্গে নানা রঙ্গে ঝড় কেহু মানে । থাটালে থাটালে যথা মানায় যে থামে ; ঝক ঝক ঝক করি ঝালর ঝোলায় । দিবা করে দি না করে যেন বসি তায় । সরস সরস ভরে সজাইল ঘড়ী। নং ঠনঠন বাজে ঘড়ী ঘড়ী । দেয়ালে দেয়ালে সাজ দেয়াল গিরিতে। আর আরশিতে শোভে তার ভিতে ভিতে । স্ফুল্লখ গুচ্ছ আনিয়া সাজায় । যায় যায় বিরহির প্রাণ ছেড়ে কায় । মধু মধুকল্লি ফুলে পূর্ম্মিত দেখিয়া । মধুকরে মধু করে পান তাহে গিয়া । গুঞ্জে গুঞ্জে পুনৰ্বর মকরন্ধ আশোকামিনী কামিনী ফুল সেীরভে বিনাশে। মালতী মালতী সখী তুলি গুচ্ছ করে। যুব যুবতীর তরে রাথে থরে থরে । থোদ থোদগারি করি আনি চন্দ্রমালা । পুর পুরন্দর কৈল সাজাইয়া মাল। । মনোমে হিনীর মনো