পাতা:অবলা প্রবলা.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ ৷ স্বাবলা প্রবল। সে ৰূপে কামের কামিনী কালা । চন্দ্র হারে চন্দ্র হার শোভায় । নিতম্ব উপরে সর্থী পরায় ৷ চরণ কমলে নূপুর সাজে। কমর ঝমর ঝমকে বাজে ৷ নারী বেশে ছিল নাগর রায় । নিরথিয়া ৰূপ অবশ কায় ৷ শ্রীকালীঙ্গমার হাসিয়া কয় ! এৰূপে স্ববশ কেহ না রয় । অথ মোহিনীর সহিত মনোহরের মাল্য বদল । পয়ার । বিভূষিত হয়ে পরে বসনে ভূষণে। পালঙ্গে বসিল আসি গজেন্দ্র গমনে । সুন্দয়াকে লয়ে পরে যত সহচরী । নারীদেশ ছাড়াইয়ী যুব দিল করি। অপৰূপ হৈল ৰূপ কত কব তার ৷ ভেরিয়া সখীর মনে আনন্দ অপার । যুবরাজ করি সাজ পুলকে ভাসিয়া । মোহিনী নিকটে বৈসে হানিয়া হাসিয়: অনন্তর সর্থী করে থাদ্য আয়োজন । নাগর নাগরী মুথে করিবে ভোজন u থাজী গঞ্জ জিলাপি কচুরি আর পুরি । আনি রাথে সুবরণ থালা পূরি২। মতিয়া মোহনভোগ মণ্ড মতি: চুর। সৌরভে আমোদ কৈল একবারে পুর। বরফি বাদাম তক্তি বদিয়া সুন্দর । রসায় রমনা ইচ্ছ। করে পুরন্দর। মুণ্ডী বিরখণ্ডী রসফুটি রসচয়। পানতোয় ঘেওর নিখুতি আর পূয় ৷ টাটবাপি