পাতা:অবলা প্রবলা.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6.5 অয়ল প্রবল । তায় কত আছে গুণ ৷ সাজায়ে সকল সখী যুদ্ধ রাজে কয়। আর কেন বিলম্ব করন্থ মহাশয় । সু খেয় সৰ্বরী কেন বিফলে পোস্থায় । মিলন দেখিলে হয় পুলকিত কায়। অনন্তর হাসিং সর্থী চন্দ্রমালা । যোগাইল দোহাকারে মল্লিকার মালা । পরিয়া গলায় তার লইয়া আৰুণি। আন চান করে তাহে উভয়ের প্রাণ । কহিল রসিক রায় মোহিনীর প্রতি। প্রাণ দগ্ধ করে প্রাণপ্রিয়ে রতিপতি । অই তত্র কণ্ঠোপরে হারকের হার । স্বচশস্থ স্পশে যার বেড়েছে বাছার ৷ দেহু ধনি মোর গলে তুলি রূপ। করে । শিব ছোয়া হার হেরে কাম যাবে ডরে। নতুবা হে রসবতি প্রাণ বুঝি যায়। বিচিত যা হয় এবে করহ ত্রায় । নিতান্ত যদ্যপি নাহি করাহ স্বীকার। পরিবত্ত লহু নহে মম কণ্ঠস্থার । এতবলি নিজমালা লয়ে যুবরায়। রাজবালা মোহিনীর কণ্ঠেতে পরায় । রমণী আমনি হার নাগরের গলে । হাসিয়া বলে দিল তহলে ৷ মনে উভয়ের আ নন্দ অপার । হেরে মূখী হুৈল চিত্ত সন্ধিনী সবার। fচত্রলেখা নাগরে কহিছে ছলে তবে । সুন্দরি মৃন্দরী পেয়ে ভুলিলে কি সবে । চন্দ্রমাল। সুলোচনা তাহে দিল সার। কহং একি ভাব ওহে রস রায় ।