পাতা:অবলা প্রবলা.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৯ অবল প্রবল । শের রীতি মন্দ নয় । কথায় বাড়িল কথা কাজে কৈতে হয় । বিচারে জিনিল যেবা এড়াইল সেই। পুরস্কার দিবে বুঝি হারিয়াছে যেই । নৃপ নন্দিনীর কোটি রহিল বজায় । দিতে হবে ইথে পারি, তোষিক তাহায় । সেই সঙ্গে আমিও কিঞ্চিত পেতে পারি। যে হেতু সে সথা কৈল রাজার জমা রী ৷ অন্য২ সখীগণে যদি ইহা পায় । মোরে কি মনোমোহিনী ঠেলিবেন পায় । তোমরা প্রবীণ! সর্থী পাইয়াছ কত । আমি হুই নব সখী পাব ভাল মত । প্রেমলত কহিল নাগর গুণমনি । এবে ত তোমার বেশ না হয় রমণী । সাজিয়াছ সুন্দর পুরুষ পূৰ্বমত ; তবে কেন সথা সথা কহ অবিরত ৷ বিশেষ মোহিনী রত লইয়াছ হরি । আর কিবা ধন হু ছিছি লাজে মরি। নাগর কহিল আর চাছি তার মন । বাসন পূরায়ে সুখে করিতে যাপন । এইৰূপ মুখেতে কহিল বহুতর । অন্তরে সন্তুষ্ট হুৈল সথীর উপর । প্রকাশি মনের ভেদ সর্থীগণে বলে। তষ্ট হৈনু তোমাদের কথার কৌশলে । কহিতে অযোগ্য কথা কিন্তু আমি কষ্ট। সকলের গুণ জ্ঞানে পরিচিত নই। উপযুক্ত গুণ বুঝে দিব পুরস্কার। সেই হেক্ত পরিচয় চাহি সবাকার ।