পাতা:অবলা প্রবলা.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ ৷ रप्रयव्ञ} &ोंदव्नी ? মান। ভাব বুঝে নৃপবালা তেয়াগিয়া লাজে । হেসেই কহিত্ত্বে লাগিল যুবরাজে । একি শুনি প্রাণ নাথ অপৰূপ বাণী । মোর কণ্ঠে মাল। দেখে জলে তব প্রাণী । তবে ত তোমার সঙ্গে প্রেম করা নয় ; কি জানি কি দোষে কোন দিনে কিবা হয় । অবলা সরল ভাল মন্দ নাহি জানি । কে বুঝিবে কেল কর্ম্মে হবে তব হানি । পড়িব কি দিয়া ফাপ রে অবশেষ । এই রেল ভাবিয়া করিলে কর্ম্ম দেশ। অপ্রতিভ হইয়া মসিক যুবরায় । দোষ ঢেকে সমাদয়ে কহে নায়িকায় । ক্ষমাকর প্রিয়ে যদি থাকে অপরাধ । তোমার সুসাক্সে মোর বাড়ে আর মাধ। তবে যে বলেছি হেন শুন তার মর্ম্ম বিচারিয়। রোষ কর। উপযুক্ত কর্ম্ম ৷ মোর বাক্য শুনে তব হবে অভিমান । মই কণ্ঠমালা তাহে মোরে দিবে দান । তব কণ্ঠমালা কণ্ঠে পরিব যতনে । তেঁই হেন কহিয়াছি জরঙ্গনয়নে । সকলে সন্তুষ্ট্র হৈল শুনি য়া বচন । আনন্দে মগন যুব যুবতীর মন । একে ত বসন্ত তাহে ফুলের আঘুণ। চঞ্চল হইল তাহে উভয়ের প্রাণ ! সখীগণে নৃপবালা কহিল ইঙ্গিতে। সবে মেলি গীতবাদ্য আরম্ভ করিতে। অঞ্জ পেয়ে হরিষে মগন সখীগণ । নানা যন্ত্র মিলাইয়।