পাতা:অবলা প্রবলা.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“స్పెసి - অবলপ্রবল। আইল যবে সঙ্গে মাত্র ছিল সবে, রাম বলা নামে দুই দাস। বাস করি তার পরে, লোক জন রক্ষ করে, নাম ডাক ব্যাখ্যা করে সবে । ব্যবসার দ্রব্য যত, খরিদ করিল কত, বোধ হয় বড় লোক হবে । এই ৰূপ কোলাহল, সহরে করে সকল, সে দেশে, র সদাগর যত শুবণে শ্রবণ করে, সাক্ষাত করি, তে পরে, আসিতে লাগিল অবিরত। সদাগর গণ সঙ্গে, আলাপ করিল রঙ্গে, কান্ত সদাগর সেজে ধৰ্মী। সবার সহিত তায়, আরম্ভিল ব্যবসায়, পুলকিত হৈল যত ধনী । ক্রমেই নিমন্ত্রণে, সে দেশের লোক গণে, ছোট বড় সবে থেলাইল । একেবারে রাজ্য স্তরে, সকলে সন্তোষ ভরে, যশঃথ্যাতি গাইতে লাগিল ৷ গৌরবে ছাইল দেশ, লোক মুথে অবশেষ শুনিল হরিশচন্দুরায় । এক জন সদাগর, নিক্ত নগর ভিতর, মাইল বাণিজ্য করিবায় । লোক সে অতি সজ্জন, শুনিয়া ভূপের মন, আনন্দিত হৈল অতিশয়। ভদ্র লোক দশ জন, দেশে করে আগমন এর বাড়া সুখ কি আছয়। এই ৰূপে কিছুকাল, কাটাইল মহীপাল তনয় সাজিয়াসদ। গর। হরিশ ভূপতি সঙ্গে, সাক্ষগত করিতে রঙ্গে, সুমন্ত্রণ কৈল তার পর ৷ দিয়া নিজ লোক জন,