পাতা:অবলা প্রবলা.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবলা । হার রূপায় আসা হইল সংসারে । একে২ বন্দিল৷ ম চরণ সবার ; রুপামেত্রে সবে এবে হের একবার । নাহি জ্ঞান মান ধন কিছুই সম্বল । ভাযায় রচিতে গ্রন্থ করিয়াছি বল । সানুকূল হয়ে দেহ মোর প্রতি কুল । দেথ যেন কেহ ন হইবে প্রতিকূল । স্বপদ বিতর সবে হেরিয়া আঙ্গল । শ্রীকালীঙ্গমার ভবে তবে পায় কল । অথ অতি পরিচয় । চৌপদী ছন্দ । হুগলি জেলায় থাম, বল গড়ি নামে গ্রাম, ভাগীরখী অবিশুম, পূর্ণ ভাগে বয় । সভ্য ভব্য ভদ্র গণ, নিবসতি অগণন নানা জাতি লোক জন স্থানেই রয়। তথায় আছিল বাস, কীর্ত্তি গুণে কীর্ত্তি, বাস, অঙ্গে বঙ্গে সপ্রকাশ, দ্বিজ বলরাম । সর্ব্ব গুণে গুণমণি, স্লানের শিরোমণি মুথটী ঠাঙ্গর খুনি, হয় যার নাম । তার পুত্র চারিজন, মহামান্য মহা জন, অগ্রজ রঘুনন্দন, তুল্য কেব। তার । তদনুজ ভৃগুরাম, সাক্ষত যেমন রাম, যশঃভরে অবিরাম, ধরা গণে ভার। পরে রাম নারায়ণ, তুলনায় নারী য়ণ, কনিষ্ট সুবিচক্ষণ, আথ্য রামজয় । কিব। অণর কবতার, যেন চারি অবতার, সর্ব্বজন সদা যার, গান করে জয় ৷ তার মধ্যে ভূঞ্জরাম, পুত্র