পাতা:অবলা প্রবলা.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२९ . অবল প্রবল । - কাল রব ধারী, শ্বশুর শাশুড়ী নারী, শুভক্ষণে করি দরশন । নাগরী শুনিয়া কয়, দাসত্ব মোচন হয়, যদি শুন বচন আমার তা নতুবা চিরদিন থাকিবে মম অধীন, ভূপতির হইয়া কুমার। শুনিময়রানীমুথে নারীতবং দুঃথে বিশাক্ত হয়েছে কলেবর। সুবর্ণমুচিয়া কালা হইয়াছে ৰূপবালা শয্যানাকি ধরার উপর। নাহি বুৰ ধর্ম্মাধর্ম্ম, ছিং একি তব কর্ম্ম, রাজপুত্র শুনিবারে পাই। গড়িয়। মোহিনী মন্ত্র, মো হিনী সে মূল মন্ত্র, এ মোস্ত্রণ কোথা পেলে ভাই । তেজিসাধী রমনীরে, ভাসিলে সেপ্রেম নীরে, একর্ম্ম কি ভদ্রলোকে করে। শুমিলেত নিজকর্ল্ডে, ময়রাণী যত বর্ম্মে, আমি শুনে তাপিত অন্তরে ; এ দুঃখ যদ্যপি তার ঘূচাও ৰূপকুমার, তবে তোহে ছেড়ে দিতে পারি। বলারলে কিবা কাম, রাম বলে য়াম রাম,কি কার্য্য এমন সুমিত্ত্বারা। বড় অরসিক ওটা, অতিশয় বুদ্ধি মোটা, নতুবা যুবতী ভার্য্যা ছাড়ি । হরিশ নৃপতি সুতা, এত কি সুৰূপ যুতা দাসী সেজে থাকে তার বাড়ী। ছেড়ে দেহ এই দণ্ডে, কি আর হইবে দণ্ডে, মিছে ওকে রাথিয়া কি হবে । বলা বলে তা কি হয়, সদাগর মহাশয়, একরার লিখে লও তবে । যদি সে রাজার বলা, নাহি