পাতা:অবলা প্রবলা.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৪ অবল প্রবলা । বিৰরিয়া সবিশেষ কহ শুনি তার । শঠ কহে মহাশয় করি নিবেদন। সৰ্ব লোকে জানে আমি রা: জার নন্দন ৷ আছিলাম এইক্ষণে আপনার দাস । এ অবস্থা দেখে লোকে হবে উপহাস । অতএব প্রভু যদি অনুমতি হয়। কিছুদিন জন্য তবে যাই নিজালয়ে। সুস্থ হয়ে অবশেষে আপনার বেশে । আসিব নর্ত্তবা নারী লয়ে যাব দেশে । সদাগর হেসে বলে সে কি কভু হয় । আমি দিব যাহ। চাহু কিবা তার ভয় । অগ্রে ভীম যাও নিজ রমণীর পাশ। গমন করি ও শেষে আপনার বাম । নারী তব অনুভব করে যত জাল। ময়রাণী কৈল তার স্ব র্ষ্য বস্তু কালা । এ যন্ত্রণ আগে তার করাহ বিনাশ । মন্তব। সে চিরকাল রবে মোর দাস । বিশেষ বনিতা তব কহিবে যখন। তখন যাইতে পাবে আপন ভবন । সে যদি সন্তোষ নাছি হয় তবোপরে। পাইবে বিশেষ শান্তি প্রকাশিলে পরে। এই মত সবিশেষ বলে কয়ে দিয়া। রাম বলা দুই জনে কহি ল ডাকিয়া । কোথা ওরে রাম বলা আইস নিকটে । রাজ সম সাজ করি দেহ এই নটে । আনিয়৷ তরঙ্গ এক দেহ তারে আর । নাহয় কিঞ্চিত ক্ষত্তি হুইবে আমার । কি করি বিরহে মরে নারী এক