পাতা:অবলা প্রবলা.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ " অবল প্রবল । মান মঙ্গলাচরণ। নানা শব্দে কত বাদ্যকরে বাদ্য করে। মহা কোলাহল হৈল নগর ভিতর । মনোহর দেশেতে মাইল পুনৰ্বার । শুনিয়া পুলকে পৃষ্ঠ মন সবাকার। জয়ধনি নৃত্য গীতে জাগিল সহর। এ থানেতে বিবরণ শুন তার পর । শশিমুখী যুবরাঞ্জে করিয়া বিদায় । স্নতি মতি সঙ্গে নিজ নিকে তনে যায় ৷ আছিল গোপন পথ থিড়কীর দ্বারে । সেই পথে প্রবেশিল পুরের মাঝারে । পুরুষের পোষাক ত্বরায় পরিহার। রমণীর বেশ ভূষা পরিল সুন্দরী। রতি মতি হৈল দাসী পূর্বকার মত দে.tথবারে ধেয়ে আসে সর্থীগণ যত ॥নৃপবালাপাড়া ছলা করিয়। প্রকাশ । পতি অন্যেশে গিয়াছিল ছাড়ি বাস। প্রকাশ হইলে বার্ত্তাকি জানি কি হয়। ছিল সর্থীগণের অস্তরে কত ভয় । সে ভয় ঘুচিল আন্ধি শশী দরশনে। প্রণামে ধনীকে সবে পুল কিত মনে । রাজবালা হৃষ্টমনে করি আশীর্ব্বাদ । জিজ্ঞাসিল সবাকার ঈশল সম্বাদ । সখী কহে ঠা জর কন্যার সুমঙ্গলে। প্রাণেই আছি মোরা দশলে সকলে । এইৰূপ আরং কথোপকথন। করিল উভ: য় পক্ষে কে করে য়র্ত্তন। অনন্তর যুবকের আসার সম্বাদে। সকলের অন্তর পুরিল মহাষ্ট্রাদে ৷ সাজা