পাতা:অবলা প্রবলা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- অবল প্রবলা । * } পঞ্চ গুণধাম, সর্ব্ব জ্যেষ্ঠ কৃষ্ণরাম, সর্ব্ব গুণাকর । তনয় তাহার নয়, গুণ জ্ঞানে মহাশয়, প্রকাশিত পৃথ্বী ময় ৰূপে রূপবর । দ্বিতীয় সুত তাহার, স' দগুণের পারাবার, রামকান্ত নাম যার, পুএ চতষ্টয় । যোগ্য বিজ্ঞ বিলক্ষণ, শান্ত সর্ব্ব সুলক্ষণ তৃতীয় চ। ওঁীচরণ, সদা সদালয় । মই পূৰ্খ মহিমায়, দল ভঙ্গ সিমলায় সমতল কে তুলায় অপ্রমাণ মান। সুৰূপে স্বৰূপ চন্দ্র, যশোরাশি পৃষ্ণচন্দ্র, তনয় ঈশানচন্দ্র, ঈশান সমান ৷ তদঙ্গঞ্জ আমি দীন, জ্ঞান বুদ্ধি বিদ্যাইন সহজেতে অপ্রবীণ, ব্যাক রণ বাম। অনভিজ্ঞ শাস্ত্র সার, নাহি প্রসঙ্গ পসার, দ্বিজ শ্রীকালাস মার, হয় মম নাম । বাল্যাবধি বারমাস, মাতুল নিবাসে বাস ছিল দয়। সুপ্রকাশ, মাতুলের তায় । শিক্ষাপড় বুদ্ধি বল, যতকিছু সেই বল, থেয়ে যার অন্নজল, বিকায় একায় । কিবা কব সবিশেষঃ বয়ে প্রণপ্তে অবশেষ; কত বেশে কত দেশ, ভূমি অনিবার। ভাষা গীত বিরচিতে, এবে চাহে সদাচিতে, পারি বে কি কদাচিতে, শ্রীকালীঙ্গমার। অথ গ্রন্থের সূচনা ৷ পয়ার ছন্দ। একদিন গ্রন্থ কর্ত্ত আপন অ্যালয়ে । নানা কথ।