পাতা:অবলা প্রবলা.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবলা । ২২১ রেখেছিল শঠ নামে দাস । কি জানি বা গুপ্ত কথা পেয়েছে প্রকাশ । যাহউক কৌশলে শুনিতে হবে থাটী । যদ্যপি জানিয়া থাকে মিশাইব মাটী ৷ বিশেষতঃ সদাগর যখন আমায় । দাসত্ব বিমুক্ত করি করিল বিদায় । বার ২ মোরে কেন কহিল এমন । সন্তোষ করিব। নিজ লায়িকার মন । যথম যাইতে দেশে হুইবে আমার । অনুমতি লৈতে পুনঃকহিল তাহার । ইহার কারণ করা না জানি নিশ্চয় । শুনিয়। অবধি মোর হয়েছে সংশয় । অধিকন্তু শুনে মোর নারীয় ৰিয়ছে। কেন সদাগরের অন্তর তাপে দহে । বিশেষ তদন্তু এর জানিব কি রূপ। ভাবিল বিস্তর হেন যুব সমুপ। অনন্তর যুদ্ধ তাঁর কথার উত্তরে । কহিতে পাগল রায় যুখে হাস্য করে । কি কহিলে প্রাণ প্রিয়ে শুনে হাসি পায় । সুমঙ্গল সুধালে কি শঠ বল তায় । নাহি জানি এ দেশের বিচার কেমন । শুনিয়া সুন্দরী পুনঃকহিছে বচন। শুন ওহে প্রাণ নাথ কি দোযু আমার ।ত্তমি যে হয়েছ শঠ হয়েছে প্রচার । মনেই বুঝে দেথ ভাঙ্গিয়া কি কাম । সাক্ষী মাত্র বলা যায় মন আর রাম। ধনী যত ছল করে কহে এই মত। নাগর শুনিয়া হয় চিন্তাযুক্ত ততা পুনৰ্বার কহে