পাতা:অবলা প্রবলা.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ : অবল প্রবল ৷ স্কর ৷ করে টাঙ্গী ছড় বাক, ফিরিতেছে যেন চাক, ধুম ধামে কাপে বসুমতী। পোশাক হেরিলে কার, জ্ঞান হয় চমৎকার, আকার হেরিলে যায় গতি । এই ৰূপ হেরি ভাট, সভয়ে দেহ আকাট ভাবে মনে কি জানি কি হয় । যদি কেহ করি জোর, ধরে করে কর মোর তথনি জানাব পরিচয় ৷ ইতস্তুত করে মনে, তীর সম আগমনে, ধরি দ্বারী জিজ্ঞাসা করিয়া। ছাড়িদিল সে দুয়ার ভাট বলে বার বার, এবার আইনু উতরিয়া । চতুর্থ দুয়ারে পরে, তুরায় প্রবেশ করে, দ্বারি গণে হেরে পদ স্থির। কাছে মাসি দেখে তায়, কোন ঠাই কেহ। ধায়, নয়নেতে বহিছে রুধির । নিরথিল কোন থানে, পরিপূর্ল্ড বন্দুয়ানে, দাপে বীর সেপাহির পার । কার সাধ্য কেবা সরে, ধমকে জায়ন্তে মরে, সবে যেন অবতার, প্রকাণ্ড শরীর কেহ ধরে । ছোটে তীর তারা সম, উপমায় নিৰূপম, হেন বল রাথে কলেবরে । কোথায় করিয়া থানা, কোন জন দেয় হানা, নাহি মান মানে কার বোলে । বন্দুকের দুম দামে, প্রহরীর খুম থামে, বাক্য নাহি শুনা যায় গোলে । আতঙ্গে পরাণ কাপে,