পাতা:অবলা প্রবলা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবল। । ○ 。 শাস্ত্র সুগোচর চমৎকার নারী । বয়স ষোড়শ বর্ষ সর্ব্ব মনোরম ৷ বন্তিতে বন্থেতে বস্তু না দেথি উপম৷ ভূপতির প্রতাপে রাবণ সম নয়। পুএ সম পালে প্রজা সবে সুথে রয় ॥ নরপতি বয়াধিক৷ দেখিয়া সূতায় । চিন্তিত হইয়। মোরে পাঠান এ থায় ৷ বিৰহি ষদ্যপি ছয় শুন নরপতি। মনোমত কন্যা পাবে সৰ্ব গুণবতী । শুনিলু লোকের মুথে তোমার তলগ্ন । মনোহর নাম ৰূপ মনোহর হয় । হেরিতে সে মমোহরে হয়ে পুলকিত । হজুরে হা জির আমি হইনু তুরিত। দেখিব কেমন পাত্র সৃপাত্র কেমন । কিব। ৰূপ কিবা গুণ কেমন গঠন ৷ শৰণে হইল ভূপ রফি ত মন । অঙ্গলি হেলায়ে রায় দে. থায় নন্দন। বসিয়া আছিল নব যুবক সভায় । মণি নাহি শোভে অঙ্গে অঙ্কের শোভায় । গোফে. র দিয়াছে রেথ নবীন২ বদন নিরথি চন্দ্র হইল মলিন । মনোহূরে হেরি হরে ভাট নিজ জ্ঞান। মরি২ বলি কত করিছে বাথান । কিবা অপৰূপ ৰূপ না হেরি এমন । বন্ধ পসয়ে নারী মন সফরী যেমন । যার প্রতি করে লক্ষ্য এই গুণমণি । জীৱনে সংশয় ৰুকি হয় সে রমণী। এই পাত্রযোগ্যতার তনয়। যেমন। জানাইতে গৌরীকান্তে ভাটকৈল মন । সম্বোধন