পাতা:অবলা প্রবলা.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুই । অবলা প্রবল । করিয়া অরুণাধিপে কয় । কি আজ্ঞা করছ শীৰু যাব মহাশয় । ঘটন হইবে কি না কহু নরপতি । শুভ কর্ম্ম পুর্ণ করা ভাল শীঘু গতি । শুনিয়া ভূপতি অতি করিয়া বিচার । উচিত বিবাহ দেয়া যুক্তি কৈল সার । সভা সুদ্ধ আর সবাকার লয়ে রায় । পুএ বিভা দিব ভাটে কছিলেন রায় ৷ অনুমতি পেয়ে ভাট হইল বিদায় । দরবার ছাড়ি আসি পড়িল থানায় । পুৰ্বমত এড়াইয়া যায় সবস্থান । সম্বাদ কহিতে গৌরীকান্ত বিদ্যমান । যাইতেই কত করিছে মনন। পাইনু সুন্দর ভাল রাজার নন্দন ৷ শুনিলে পাত্রের তত্ত্ব কাঞ্চনাধি পতি । নাহি জানি দিবে মোরে কত রভু মতি । তনয়। যেমন হৈল তনয় তদ্রুপ । সন্তোষে সন্তোষ যুক্ত করবেন ভূপ । এইকপ ভাবিয়া আনন্দে চলি যায়। উপনীত হুৈল পরে রাজার সভায় । সভাসদ সহ আছে গৌরীকান্ত রায় । নিকটে যা ইয়া ভাট সম্বাদ জানায় । কন্যার সম্বন্ধ করি আই. নুরাজন। শুবণ করহ সবানন্দ বিবরণ। জানিতে বিশেষ বার্ত্ত ভূপতি চঞ্চল। ভাটে ডাকি জিজ্ঞাসি ল সমাচার বল । কোথায় পাইলে পাত্র তনয় কাহার। কোন দেশে বাস করে কিবা নাম তার ।