পাতা:অবলা প্রবলা.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবলা । ৩৩ রাজার তনয় কি না চাহি শুনিবার । কিরূপ সে দেশে বল আচার বিচার । কিবা ৰূপবর বর বিদ্বান কেমন । ভাট কহে মহাশয় করি নিবেদন । অরুণ নামেতে পুর রাজ গুণধাম প্রতাপে রাবণ সম সৰ্ব গুণধাম । মনোহর তার পুত্র সুন্দর সুঠামা ! ৰূপের কিকব কথা গুরু মানে কাম । বয়স নবীন অতি ললিত গঠন । হেরিলে নারীর মন ছয় উচ্চাটন। গুণবান সৰ্ব শাস্ত্রে সুমধুর হাস। অধিক কি কব সুধাময় যার ভাষ ॥ভূপের নিকটে যবে সব নমাচার বিবাহ নিৰ্বাহ হেতু করিনু প্রচার শুর, ণে বিচার করি নুপ দিল সায় । আনন্দে মগন হৈল সভ্যেরা সভায় । শুনিয়া আমার মুথে তব নাম ধাম। হইল ল্যাঙ্গল চিন্তু পাত্র গুণধাম । বিলাহু খ (; می- ؟ দ্যপি দেহু শুন মহীপাল । সুথে রবে নন্দিনী তো মার চিরকাল। এতেক শুনিয়া গৌরীকান্ত আহু!দিত। হইল কন্যার বিভা জানিল নিশ্চিত । তথাপি সম্পন্ন বিনা অস্তরে অস্থির । ব্রাহ্মণে কহিল দিন করিবারে স্থির । জ্যোতিবেত্ত গণক পণ্ডিত যত ছিল । সবে মিলে দিন স্থৈর্য্য করিয়া কহিল । বিবাহের সম্বাদ শুনিয়া পুরবাসী। দিবস যামিনী ( Ꮳ ? -