পাতা:অবলা প্রবলা.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫ অবল প্রবলা । রহে মহাননো ভাসি ৷ বিবরণ লিথি এক পত্রে নরপতি । পাঠাইল গুণধাম রাজার স^হুতি । হন্তে লয়ে পত্র দত হরিষ অন্তরে । অৰুণপুরেতে আসি প্রবেশিল পরে ৷ পত্র দিল আনি ভূপতির বিদ্যমান। পাঠকরি পুলক অতুলপরিমাণ প্রত্যু স্তুর লিথি দূতে করিয়া অৰ্পণ । সচেষ্টিত বিভার করিতে আয়োজন । অন্য চিন্তা শশী অস্ত তুরিত হইল। আনন্দ আদিত্য হৃদি গগণে উঠিল । ধুমধাম দামামার শব্দ কোলাহল । প্রস্তুত হইল দ্রব্য অজ্ঞায় সকল 11 এথানে পত্রিক লয়ে কাঞ্চন নগ. রে। পহছিল দূত গিয়া প্রহর অন্তরে ॥পত্র দিয়া ভূপেয়ে কহিল সমাচার। শুনিয়া সকল বার্ত্ত আ নন্দ অপার । নানা শব্দে নানা বাদ্য বাজিতে লাগিল । নগর নাগরী গণে দেথিতে পাইল । চারিদিগে ছুটিছে কামান দুড়2 ! নহবত টেমস বা জিছে গুড়ই। জগবক্ষে দশেক ঢোল ঢাকে রাথে তাল । নিরথিতে সাজে বৃদ্ধ বনিতা আবাল। উচ্চ করি তুরী ভেরী বাজে অনিবার । ঠনঠন বাজে ঘড়ী দুয়ার দুয়ার ৷ গীত বাদ্য পুলকে পূরিল সর্ব্ব ঠাই। পুরীর হেরিলে শোভা হ্রয় বালাই।পাহর। বসিল সব থানায় থানায় । দুষ্টজনে দষ্টে বান্ধে