পাতা:অবলা প্রবলা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রববা । 83: তার কভু আরবার ধেনু যথা নব তৃণ চাহে অনি বার। দেথ কত সুকঠিন রমণীর প্রাণ দিয়া নিয়া প্রাণ মন অন্যে করে দান। যথন যাহার কাছে সেই মত তার । ধন্য২ নারী জালে ঘেরিল সংসার । যুবক হইল তাহে সফল্লীর প্রায় । লোভে পাপ পাপে মূল্য নাছি জানে তায় । কেলিছলে যৌবন জলেতে সদা ভুমে । একে বারে জালে বন্ধ হয় ক্রমে । তখন চৈতন্য পেয়ে করে হায় । বুদ্ধি ফেরে চোর ফলে পল ইয়। ষায় । কামিনী সহক তন্ত্র কে বুঝিতে পারে । ত্রিভূবন পরাজয় মানিয়া ছে ধারে 1} কে বলে সরলা নারী গরলের শেষ ! প্র ণয় ভুজঙ্গ দিয়া নাশে অবশেষ ॥ অবলা২ বলে জনায় অবল । নারী হৈলে বলহীন কারে বলি বল। বুকের উপরে করে ভূধর ধারণ । কটাক্ষেতে জগতের হরে লয় মন । হেন বলবতী যেই কিৰূপে দুৰ্বল । সবল জনের বল নাশে প্রতি পল । আপনা র গুণের বৃতান্তনাছি জানি কেন অনুচিত ধনি বল নানা বাণী। আর দেথ কামিনীর প্রেমের স্বভাবে } । পর রত হয়ে নিজ পতিকে নাভাবে । জল মান । বিসৰ্জ্জন অনায়াসে করে। নাচাহে পতির প্রতি সর মের তরে। একে ছাড়ি আরে আশা করে যত না: ;