পাতা:অবলা প্রবলা.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, or, অবল প্রবল। লে আমায়।শশীকহে জনমি শুনহ মোর বাণী। যে জন্য হয়েছে মোর ব্যাঙ্গল পরাণী ৷ আশ্চর্য্য হেরিনু এক বিধির সৃষ্টিতে । এমন ব্যাপার নাহি পড়য় দৃষ্টিতে। যবে আমি সখী সঙ্গে আপন মহলে থাকিতাম দিবানিশি নানা জতুহলে। সহ চরী মুথে এক শুনিলু বচন। কামিনীর কায় নামে আছে এক বন । জনক রাজার রাজ্যে হয় রয় যেই। পুনঃনাকি অন্য অধিকারে যায় সেই ! থাকে তাহে নানাবিধ পশু পক্ষি গণ শ্রেণীবদ্ধ কত মত কে করে বস্তুন ৷ প্রথমত নিযু শ্রেণী সৰ্ব লোকে বলে। মরাল মাতঙ্গ থেলে পদগতি ছলে । দ্বিতীয় শ্রেণীতে করিকর ছলে উরু। পরে কfট করি-জরি থাকে বলি গুরু । চতুর্থে "ধর তাহে রহে বিষধর । ছলে যুৱ বর্ণিনাম যুগা পয়োধর । পঞ্চমেতে কমলের মৃণাল যুগল । ভুমেমত্তই বারণ সকল । す。 বিরে রসিক গণ কর বন্তি ছলে । ষষ্ঠে ফিরে আলি ঈল ওষ্ঠ বিশ্বক্ষলে ॥থগপতি নাসা পরে দরঙ্গ নয়ন তদুপরে বেণীস্থলে ভূজঙ্গনী গণ । আর কত ক্ষুদ্র শ্রেণী মধ্যে আছে। সবে নাকি বুতী এক রাজ্যে হুইয়াছে। যৌবন তাহার নাম নরপতি পতি স্বরাজ্য শাসনে ভূপ আইল সম্পতি ।