পাতা:অবলা প্রবলা.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

妙8 অবল প্রবল । এত যার সনে তায় না করে স্মরণ। কি করি বিধি র বিধি না পারি তেজিতে । নতুবা কি যুবরাজ মজি ও জরীতে। পরাধীন পরের করিব উপাসন" ; তরুণী করিল বিধি সহিতে যন্ত্রণ । থাকিতে চরণ মনেন্দ্রিয় কলেবরে। নাপায় ভুমিতে থগ যেমন পিঞ্জরে । কি আর কহিব নাথ জানহ সক ল। নারীর বাসন কভু না হয় সফল। থাকয় যাহা, র পতি চির পর বাস। ছাড়িয়াছে সে রমণী জীব নের আশ । মদন সদনে আসি করে হুহুঙ্কার । না পাইলে কর করে বিস্তুর প্রহার। সামন্ত সমস্ত হেরি কৃতান্ত ডরায় । একে পতি বিদেশে তাহাতে হেন দায় । কোকিল মারয় কীল জহুরব করি । মনের দুঃখেতে নারী মরয় গুমরি ॥৪৭২ করি আলি আগু ন লাগায়। ময়ল মরুত মন্দ আহুতি তাহায় ৷ বিন নাথ অন্যে তাহ কে করে শীতল। জরং করে কায় বির প্রবল। সে কি তাহা মনে করে বারেক কথন। সুকঠিন মন বড় পুরুষের মন। যদি পতি মাসে বামে হইয়া সদয় । মন্দ ভাবি পুনঃ তাহে জ্বালায় হৃদয় । সে বাক লাগয় শেল হৈতে গুৰু | তর জীর্ণদেহে আরবার বরিষণ শয় । জলধর আশা করি চাতুর্কী যেমন । উদ্ভূ চঞ্চ করি করে