পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক। পঞ্চম অঙ্ক । - -y-*• এক কঞ্চ কী (১৩) প্রবেশ করিল। -ബ് কঞ্চ (নিশ্বাস পরিত্যাগ করিয়া) হায়! এখন আ মার কি অবস্থা হইল। বহু কালাবধি আমি রাজদ্বারপাল । যষ্টি করে দাড়াতাম দ্বারে সর্বকাল ॥ কালক্রমে সেই যষ্টি আমার এখন। গমনাগমন জন্য হয় আলম্বন ॥ সে যাহা হউক অবিলম্বে পুরোবত্তি মহারাজকে আগত ঋষিগণের আগমন বৃত্তান্ত নিবেদন করি ; (কতিপয় পদ গিয়া ) আমি কি চিন্তা করিতেছিলাম ? ই। স্মরণ হইল, তপস্বিকশিষ্যের মহারাজকে দর্শনেচ্ছায় আগমন করিয়াছেন । কি আশ্চর্য্য !

ে১৩ 2 অন্তঃপুররক্ষক ।