পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ye অভিজ্ঞান শকুন্তল নাটক । রাজা । (আত্মগত ) ই হার কোপ কপটশ্বন্য প্রায় বোধ হইতেছে, সুতরাং আমাকে সন্দিগ্ধবুদ্ধি করিয়াদিতেছেন । ( প্রকাশ করিয়া ) ভদ্রে ! তুমন্তের চরিত্র অতিশয় প্রসিদ্ধ, তোমার বাক্য বিশ্বাস করিয়া, তোমাকে কিৰূপে গ্রহণ করিতে পারি ; আমার কথা দূরে থাকুক, আমার প্রজারাও মিথ্যা কথা অবলম্বন করিয়া কখন কোন গ্রহিত কর্ম্মে প্রবৃত্ত হয় না। শকু। ই ! o, যেৰূপ না হন কেন ক্ষিতিপতিগণ । সত্য হয় তাহদের সকল বচন । নারী যদি হয় অতি সরল। সুজন । স্বৰূপ তাদের কথা না হয় কথন । তুমি আমাকে বোধ করিতেছ, ষে এক স্বেচ্ছাচারিণী গণিক উপস্থিত হইয়াছে। গোত। যাদু ! পুরুবংশীয়দিগের ধর্ম্মশীল স্বভাব মনে প্রত্যয় করিয়া, মুখমধুর কিন্তু হৃদয় প্রস্তর এমন ব্যক্তির হস্তে তুমি পতিত হইয়াছ। ( শকুন্তল অঞ্চল দ্বারা মুখ ঢাকিয় রোদন করিতে লালিগেন । ) শাঙ্গ। বিবেচনা না করিয়া তাড়াতাড়ি কোন কর্ম্ম করিলে, পরিণামে এই ৰূপ মনস্তাপ পাইতে হয়। বিবেচনা করি কর্ম্ম করে বিজ্ঞবর । বিশেষ মিৰ্জ্জুনে সন্ধি অতি ভয়ঙ্কর ৷