পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>家 অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । শকু। একেতো আমি এই শঠকর্তৃক প্রতারিত হইলাম, তোমরাও আবার আমাকে পরিত্যাগ করিয়া যাইতে চাহ । ( ইহা কহিয়া কান্দিতে কান্দিতে গোত্মীর পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলেন । ) গোত। (পশ্চাতে দেখিয়া) বৎস শাঙ্গ রব । শকুন্তলা রোদন করিতে করিতে আমাদিরে পশ্চাৎ পশ্চাৎ আসিতেছে, নির্দয় ভর্ত্তাতে সে কি করিবে । শাঙ্গ। (সরোষ পূর্বক ফিরিয়া ) আঃ দুর্ব্বত্তে, সাতন্ত্র্য অবলম্বন করিতেছিস ? (শকুন্তলাভীত হইয়া কঁাপিতে লাগিলেন।) শাঙ্গ। তবে শুন । সত্য যদি হয় যাহা বলিল রাজন । কুলটা তোমাতে তবে কিবা প্রয়োজন । পতিব্রত বলি যদি জান নিজ মনে। থাকি অত্র পতি সেবা করহ যতনে ॥ রাজা । ভো তপস্বীরা ! ইহাকে প্রতারণা করিতেছেন কেন ; আমি গ্রহণ করিতে পারিব না। দেখ ! নিশাকর নিজকরে, কুমুদে প্রফুল্ল করে, প্রভাকর পঙ্কজিনী প্রিয় । পরপ্রণয়িনী সনে, অঙ্গ সঙ্গ কভু মনে, না করে পুরুষ জিতেন্দ্রিয় ॥ শাক্ষ। রাজন। আপনি পরদার আশঙ্কা করিয়া অধর্ম্ম তয়ে ইহাকে গ্রহণ করিতে পরাঙ খ হইতেছেন ;