পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুলন্ত নাটক । ףכל নগরপাল। ক্রমে সকল কথা বলুক না কেন, বাধা দিও না । উভে । মহাশয় যা আজ্ঞা করিলেন –ওরে বলরে বল। ধীবর । আমি জাল ও বড়শী দ্বারা মৎস্য ধরিয়৷ জীবিকা নির্ব্বাহ করি । - - নগরপাল । ( হাস্য করিয়া ) কি পবিত্র উপজীবিকা । ধীবর । মহাশয় এৰূপ বলিবেন না । যার যেই কার্য্য হয়, কদাপি সে ত্যাজ্য নয়, সেই কর্ম্ম হলেও নিন্দিত । তার সাক্ষি হোতাগণ, পরম দয়ার্দ্র হন, তবু পশু বধেন নিশ্চিত । নগরপাল । তার পর । ধীবর । একদিন আমি একটা রোহিত মৎস্য ধরিয়াছিলাম, পরে তাহা খণ্ড খণ্ড করাতে, তাহার উদর মধ্যে দীপ্তিশালী মহারস্তু এই অঙ্গুরীয় দেখিতে পাইলাম ; পরে তাহা লইয়া বিক্রয় করিতে আনিব মাত্রই মহাশয়দিগের কর্তৃক ধৃত হইয়াছি, আমাকে মারুন বা কাটুন, এই পর্যন্ত ইহার বৃত্তান্ত। নগরপাল । ( অঙ্গরীয় আঘ্রাণ লইয়া) শুন রক্ষি ! এই অঙ্গরীয় মৎস্যোদরে ছিল, সন্দেহ নাই, যেহেতুক ইহাতে আমিস গন্ধ নির্গত হইতেছে, অতএব বোধ করি এই ব্যক্তি ক্ষমা পাইবে, যাহা হউক, এইক্ষণে রাজবাটীতে গমন করিয়া সকল বৃত্তান্ত গোচর করি । ه، حرای سینمایی * - *A*S° ~、女・蛍v Too, , | 2x ! 3. اTچیx:م - ' .

    • , *・, ?

i o v, ns" >