পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ג'סאמי মিশ্র। এই অঙ্গুরীয় অন্যের হস্তগত হইলে অতিশয় দুঃখের কারণ হইত। সখি ! তুমি দুরে আছ, আমি একাকিনীই কেবল কর্ণমুখ অনুভব করিতেছি। বিদু। বয়স্য ! তুমি কোন ছলে তাহার অঙ্গুলিতে এই অঙ্গুরীয় নিহিত করিয়াছিলে। মিশ্র। ইনিষাহ জিজ্ঞাসা করিলেন, তাহা শ্রবণে আমারও ঔৎসুক্য আছে । রাজা। বয়স্য ! শ্রবণ কর, যখন আমি তপোবন হইতে স্বীয় নগরীতে প্রত্যাগমন করি, তখন সেই প্রিয়া অশ্রুপূর্ণ লোচনে কহিয়াছিলেন, “আর্য্যপুত্র । কত দিনের পর আমাকে স্মরণ করিবেন । ,, বিদু। তার পর। রাজা। আমি তাহার অঙ্গুলিতে এই অঙ্গুরীয় সংযোজিত করিতে করিতে কছিলাম — - বিদূ। কি কহিয়াছিলেন। রাজা । প্রিয়ে ! - মম নামে আছে ইখে যাবৎ অক্ষর । গণিবে প্রত্যেক বর্ণ প্রত্যেক বাসর। ষে দিনে গণনা শেষ হবে বর্ণচয়। তোমাকে আনিতে লোক আসিবে নিশ্চয়। কিন্তু মোহ প্রযুক্ত আমি নিদারুণ কর্ম্ম করিয়াছি। মিশ্র। বিধিই এবিষয়ে বাদ সাধিয়াছেন ।