পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ माछेदः । । ودالا তেছে, যেন চৈতন্যশালিনীর ন্যায় বিরাজমানা রহিয়াছেন, অতএব ইহার সহিত আলাপ করিতে আমার কৌতুহল হয়। মিশ্র । অহে ! রাজৰ্ষির তুলিলিখনের কি নিপুণত, যথাখই বোধ হয় যেন প্রকৃত সেই প্রিয়সর্থী অগ্রেতে বর্তমান রহিয়াছেন । রাজা । বয়স্য । লিখনে যে যেই অংশ হয় সাধ্যাতীত । হয় নাই চিত্রপটে সে সব চিত্রিত ॥ ৰূপের মাধুরী তৰু লিখনে কিঞ্চিত । হইয়াছে তাহার লাবণ্য প্রকাশিত ॥ মিশ্র। পশ্চাত্তাপ জন্য ষে গুরুতর স্নেহ তাহা ইহার সদৃশ বটে। - রাজা (নিশ্বাস পরিত্যাগ পূর্বক ) আপনি আগত প্রিয়া করি পরিহার। হেরিতেছি আদরেতে চিত্রকায় তার ॥ বহুজল নদী ত্যজি যথা তৃষ্ণাতুর । মৃগতৃষ্ণায় সে ভূষা করিতে চাহে দুর। বিদু। অহো ! ইহাতে তিনটি আকৃতি দৃষ্ট হইতেছে, সকল দর্শন মনোহরা, ইহার মধ্যে কে সেই শকুস্তলা ? মিশ্র। ইহার চক্ষুরিস্ক্রিয় নিস্ফল, কেননা প্রিয় সর্থীর ৰপ লাবণ্য ইঙ্গার প্রত্যক্ষ হয় নাই।