পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । নির্দোষিরে অকারণে করিছ হনন । একর্ম্ম উচিত নয় তোমার রাজন। রাজা । ( প্রণাম করিয়া ) এই বাণ প্রতিসংহৃত হইল, ( বলিয়া তাহাই করিলেন । ) বৈখ। । ( সহর্ষ ) পুরুবংশপ্রদীপ মহারাজের করণীয় বটে। * পুরুবংশে জন্মিয়াছ উচিত এ কাজ । চক্রবর্তী পুত্র তব হবে পৃথ্বীরাজ। শিষ্যও । ( হস্তোত্তোলন করিয়া ) চক্রবর্ত্তি লক্ষণাক্রান্ত পুত্র প্রাপ্ত হউন । রাজা । ( প্রণাম পুরঃসর ) ব্রাহ্মণদিগের অমোঘ বাক্য গ্রহণ করিলাম। * . বৈখ। মহারাজ ! যজ্ঞকাষ্ঠ আহরণার্থে আমরা গমন করিতেছি, ঐ মালিনী নদীতীরস্থ অস্মৎ কুলগুরু কণু মুনির আশ্রম যদ্যপি আপনার অন্য কোন কার্য্য বিশেষের প্রয়োজন না থাকে, তবে তথায় প্রবেশ করিয়া আতিথ্য গ্রহণ করুন । সে আশ্রমে ঋষিগণ, ধর্ম্ম কর্ম্ম প্রতিক্ষণ, করিছেন নির্বিঘ্নে এখন । দেখিয়ে সে ভাব রায়, বুঝিতে পারুিব তায়, তব ভুজবল সে কেমন । রাজা। আপনাদিগের কুলপতি মহর্ষি সম্প্রতি সেখানে কি উপস্থিত আছেন ? -