পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©8 অভিজ্ঞান শকুন্তলা নাটক । মেঘের উপর, চলিছে সত্বর, ' বোধ হয় একারণ ॥ মাত । ই মহারাজ, ক্ষণকাল মধ্যেই আপনি নিজ রাজ্যে উপস্থিত হইবেন । রাজা । ( অধোদিকে দৃষ্টিক্ষেপ করিয়া ) মাতলে । রথের তীব্র অবতরণ বেগে মনুষ্যলোক কি চমৎকার দেখাইতেছে। উন্নত হতেছে যেন মহীধর গণ । তাহা হতে নামিতেছে যেন ও ভুবন ॥ তরুদের স্কন্ধ যত হয় দরশন। ততই ছাড়িছে তারা পত্র আবরণ ॥ যে নদী দেখেছি পূর্ব্বে স্বরুশ প্রসারে । এক্ষণে হতেছে দৃষ্ট প্রকৃত আকারে ॥ আদ্য অন্ত দরশনে অনুভব হয় । কে যেন আমার পাশ্বে আনিছে ধরায় ॥ মাত। মহারাজ ! সাধুদৰ্শন করিয়াছেন, (সমাদরে অবলোকন করিয়া ) অহে ! সত্য, পৃথিবী অত্যন্ত রমণীয়া দৃষ্ট হইতেছে । রাজ। মাতলে । পূর্ব পশ্চিম বিস্তৃত সাগরনিমগ্ন কনককান্তি ও কোন পর্ব্বত, সন্ধ্যাকালীন সুদর্শন জলধর প্রায় প্রকাশ পাইতেছে ? মাত। মহারাজ ! ও হেমকূট নামে পর্ব্বত ; উহ। কিন্নর ও অপরাদিগের বাসভূমি এবং তপস্বীদিগের তপস্যা সিদ্ধির সর্বপ্রধান স্থান । দেখুন,