পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । >(tసి দ্বিতীয়া । বাছ ! এই সিংহ শাবককে ছাড়িয়া না দিলে উ হার মা তোমাকে আক্রমণ করিবে । বালক। ছা বড় ভয় । ( এই বলিয়া অধর ভঙ্গি করিল । ) রাজা । ( সবিস্ময়, ) কোন মহাকায়, তনয়ের প্রায়, এ শিশুরে জ্ঞান হয় । অগ্নি কণাকারে; ভস্ম করিবারে, পারে হেন মনে লয় ॥ প্রথম । বাছা! এই শিশুমৃগেন্দ্রকে ছাড়িয়া দাও, তো মাকে একটী ভাল খেলানা দিব । বালক । কোই কি খেলান দিবে দাও । ( ইহা কহিয়া হস্ত প্রসারণ করিল । ) রাজা । (হস্ত দর্শন করিয়া ) আহে ! এই বালকের হস্তে চক্রবর্ত্তি লক্ষণ লক্ষিত হইতেছে । বাঞ্ছিত দ্রব্যেরে আহা পাইবার তরে। করিয়াছে প্রসারণ মনোহর করে ॥ প্রভাতের পদ্ম যথা অলপ বিকশিত । সেই মত এই কর কিবা সুশোভিত ॥ জালরেখ। মরি কিবা অতি সুদর্শন। করের এন্ধপ শোভা না দেখি কখন ॥ দ্বিতীয় । সুত্রতে ! ইহাকে পরিত্যাগ কর, কথায় এ ছেলেকে সান্থনা করিতে পারবে না, তুমি আমার গৃহে গিয়া সংকোচন নামক ঋষিকুমারের নিমিত্ত