পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। >ぐりNう তেছে, যাহা হউক এই শিশুর মাতার নাম জিজ্ঞাসা করি। ( চিন্তা করিয়া) অথবা পরস্ত্রীর কথা জিজ্ঞাসা করা অনুচিত ।

অনন্তর মৃন্ময়ূর হস্তে লইয়া তাপসী প্রত্যাগমন করিলেন । তাপসী। সর্ব্বদমন ! দেখ কেমন শকুন্তলাবণ্য। বালক । ( দৃষ্টিক্ষেপ করিয়া ) কোই আমার মা কোথায়? (উভয়ে হাস্য করিতে লাগিলেন । ) প্রথম । আহ ! এবালক কি মাতৃবৎসল, নাম সাদৃশ্য মাত্রেই মাতৃস্নেহ প্রকাশ করিতেছে। দ্বিতীয়। বাছা ! তোমার মা এখানে আইসে নাই, “ এই ময়ূরের সৌন্দর্ঘ্য দর্শন কর , ইহাই বলিয়াছেন। রাজা । (স্বগত) ইহার মাতার নাম কি শকুন্তলা ? অথবা এই নামে আর কেহ হইবে ? যাহা হউক, এক্ষণে মৃগতৃষ্ণকায় ভ্রান্ত হইয়া নামসাদৃশ্য প্রস্তাবে আমার মন বিষাদসমুদ্রে নিমগ্ন হইতেছে। বালক। দাও, এই ময়ূর লইয়। খেলা করি । ( ইহা কহিয়া গ্রহণ করিল । ) প্রথম । ( বিলোকন করিয়া সাবেগে ) আহে । ইহার প্রকোষ্ঠে রক্ষাকাণ্ড যে দেখিতে পাই না । রাজা । আর্য্যে ! উৎকণ্ঠিত হইবার আবশ্যক নাই, এই সিংহশাবককে মর্দন করাতে উহা হস্তচু্যত হইয়াছে।