পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ১৬৭ &é স্বামী তব জয়, যেন সদা হয়, ,, এই বাক্যদ্বয়, আনি বদনে ॥ অমনি নয়ন, করি বরিষণ, মুখের বচন, রাখিলে মুখে । তবু তবানন, করি দরশন, জয়ী এই জন, হইল মুখে ॥ বালক। মা ও কে ? ওকে দেখে কাদচিস কেন ? শকু বাছ ! ও কথা আর আমাকে জিজ্ঞাসা করে না, আপন অদৃষ্টকে জিজ্ঞাসা কর ? ( রোদন করিতেই লাগিলেন । ) রাজা। মোহে মুগ্ধ হয়ে প্রিয়ে তোমারে তখন। বিনা অপরাধে করেছিলাম বজ্জন ॥ এখন সকল দুঃখ কর বিসজ্জন । জানি মনে এ সব বিধির বিড়ম্বন ॥ শুভ কার্য্যে কভু হয় অশুভ ঘটন। দৈবগতি বুঝিবারে পারে কোন জন ॥ পুষ্পমালা দিলে শিরে অন্ধের যেমন । সৰ্পের শঙ্কায় তাহা ত্যজে সেইক্ষণ ॥ ( ইহা কহিয়া পদতলে পতিত হইলেন । ) শকু। আর্য্যপুত্র! উঠ উঠ, তোমার দোষ নাই, আমার অদৃষ্টের দোষ, কেননা আপনি আমার প্রতি তাদৃশ অনুরাগ প্রকাশ করিয়া যে পরিত্যাগ করিয়াছিলেন, তাহাই তাহার নিদর্শন। ( রাজ উথান করিলেন । )