পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অভিজ্ঞান শকুন্তলা নাটক । ইহাতে আমাদের ফল প্রত্যাশা না থাকতে গুরুতর ধর্ম্মলাভ হইবেক । শকু ওলো প্রিয়ম্বদে ! ভাল মন্ত্রণ করিয়াছিস্ । ( বলিয়া পুনর্ব্বার তরুমূলে জলসেচন করিতে লাগিলেন ) রাজা । ( দেখিয়া আত্মগত) (৬) এই কি সেই কণুছছিত৷ শকুন্তলা ! ( সবিস্ময়) আহা ! ভগবান কথু কি অসাধুদৰ্শী, তিনি ইহাকেও কঠোর আশ্রম ধর্ম্মে নিযুক্ত করিয়া রাখিয়াছেন। কিবা অপৰূপ ৰূপ অতি শোভাকর । এরে তপঃক্লেশ দেয় এই ঋষিবর ॥ ষেন পদ্মপত্রে শমীলতা চ্ছেদ করে। করুণার লেশ নাই তাহার অন্তরে ॥ যাহা হউক, পাদপান্তরিত হইয়া তাবৎ বিশ্বস্ত৷ এই রমণীকে দর্শন করি; (ইহা মনে করিয়া লুক্কায়িত রছিলেন । ) , শকু। ওলো অনসুয়ে ! প্রিয়ম্বদা অতি কঠিন করিয়া আমার বলকল বন্ধন করিয়া দিয়াছে ; অতএব কিঞ্চিৎ শিথিল করিয়া দাও । (অনস্থয়। শিথিল করিয়া দিতে লাগিল ।) [ ও ] আত্মগত অথবা স্বগত অর্থাৎ আপন আপনি মনেং বলা । অশ ব্যং খলুম্বদ্বস্তুতদিহ সুগতং মতং । ইতি দর্পণ ।