পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অৱজ্ঞান শকুন্তলা নাটক। ૨ (t আমি—যেমন করেছি ইচ্ছা করিতে ধারণ । সহসা বিনয়ে মনে করেছি বারণ ॥ স্বস্থান হইতে আমি করিনি গমন । ইচ্ছা মাত্র করিয়াছি প্রতিনিবর্ত্তন ॥ প্রিয়। ( শকুন্তলাকে রোধকরিয়া) সখি ! তুমি এখন যাইতে পাইবে না। শকু (জ ভঙ্গি করিয়া । ) কি নিমিত্ত । প্রিয় । তুমি আমার দুই কলসী জল প্লার, অগ্রে দিয়া, আপনাকে ঋণ হইতে মুক্ত কর, পশ্চাৎ গমন করিও । ( বলিয়া বল পুর্ব্বক নিবৃত্ত করিল ) রাজা ভদ্রে ! তোমার সখীকে বৃক্ষসেচন হেতু, অতি পার শ্রান্ত দেখিতেছি । কেননা তুলি জল অতিশয়, বাহু তার শ্লখহয়, রক্তবর্ণ করম্বয়, ঘট ভার ধারণে । শ্বাস বহে ঘন ঘন, স্তনকাপে অনুক্ষণ, পরিশ্রমে এইক্ষণ - বৃক্ষে বারি সেচনে ॥ কর্ণের কুসুম স্বয়, বদনে পতিত হয়, স্বেদ রসে রুদ্ধ রয়, নাহি পড়ে ঝরিয়া । প্লথদেখি বেণীবেশ,এলায়েপড়েছেকেশ, তাহেব্যস্ত সবিশেষ এক হাতে ধরিয়া ॥ যাহা হউক ইহাকে অঋণী করিয়া দিই। ( এই বলিয়া আপনার অঙ্গুরীয় প্রদান করিলেন ) 8