পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So অভিজ্ঞান শকুন্তল৷ নাটক | রাজা। সেই সুন্দরী যখন সখীসমভিব্যাহারে লীল। হেলা সহিত প্রস্থান করে, তখন আমার প্রতি বারম্বার হাব ভাব প্রকাশ করিয়াছিল। আর কুশা ফুটিয়াছে পায়। এই ছল করি, দাড়ায় সুন্দরী, স্থির ভাবেতে তথায় ॥ বলে পুনরায়, হলে একি দায়, বকেল বেধেছে গাছে । বিমোচন ছলে, দেখে কুতূহলে, ফিরিয়ে ফিরিয়ে পাছে ৷ বিদু। সখে । আপনি পথের সম্বল লাভ করিয়াছেন, আমি বুঝিলাম তপোবন আপনার প্রতি অতিপ্রসন্ন। রাজ। বয়স্ত ! ভাবিয়া দেখ, কি ছলে আমি এইক্ষণ আশ্রেমপদে গমন করি । বিদু। কি আর ছল করিবেন আপনি ভূস্বামী। রাজা । তাহাতে কি হইবে। বিদু। গিয়া বলুন, নীবারতগুলের ষষ্ঠ ভাগ আমাকে রাজস্ব প্রদান কর । রাজা । মুখ তপস্বিরা আমাকে অন্য রাজস্ব প্রদান করিয়া থাকেন, তাহা রত্নরাশি অপেক্ষা আমাকে অধিক আনন্দ দেয়। প্রজার নিকটে ধন, পান যত নৃপগণ, সে ধন নিতান্ত ক্ষয় হয়।