পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अउिख्ठान भकूडली बाक्लक । se কর। আগামী চতুর্থ দিবসে তিনি পুত্রপিগুপযুপাসন নামে ব্রত করিবেন সেই দিবসে মহারাজকে সেখানে উপস্থিত থাকিতে হুইবেক । - রাজা । এক দিকে তপস্বিদিগের কার্য্য, অন্য দিকে গুৰু জনের অনুজ্ঞা, উভয়ই অলঙঘ্য, অতএব এখন কি বিধেয় । বিন্ধু । (হাস্য করিয়া) ত্রিশঙ্করের ন্যায় মধ্যস্থলে অব স্থিতি করুন। রাজা। সত্য আমি চিন্তাকুল হইয়াছি। হলো মম মতি, দ্বিধাযুক্ত অতি, নগরে বিপিনে ধায় । শৈল প্রতি হত, যথা জলশ্রোত, ফিরিয়া ফিরিয়া যায়। (চিন্তা করিয়া) সখে মাধব্য ! আর্য্যা তোমাকে পুত্র সম স্নেহ করিয়া থাকেন, তুমি এস্থান হইতে গমন করিয়ার্তাহাকে জ্ঞাত করাও ষে তপস্বিদিগের কার্য্যে আমার অত্যন্ত ব্যগ্রতা আছে, তুমিই র্তাহার পুত্রকার্য্য অনুষ্ঠান করিবে । বিদু। রাক্ষসভীত বলিয়া আমাকে গণ্য করবেন না। রাজা । ( ঈষৎ হাস্ত করিয়া) আহে। তুমি মহা ব্রাহ্মণ সন্তান, তোমাতে কি তাহ সম্ভাবনা হয় । বিদু। তবে আমি যুবরাজের ন্যায় যাইতে ইচ্ছা করি। রাজ। তপোবনের বিশ্ন সমস্ত নিশ্চয় প্রতীকার্য্য হই