পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। * ইহার জন্যথা নাই ভুমি ভস্মময়। নতুবা কি বিরছির দেহ দগ্ধ হয় । M. আরও, তুমি এবং চন্দ্র উভয়ই অতি বিশ্বাসের পাত্র, কিন্তু তোমাদিগের কর্তৃক কামিগণ বঞ্চিত হয় । কে বলে স্মরের কুসুম শর। কে বলে শশির শীতল কর ॥ এ সব ভারতী আর এক্ষণে । প্রত্যয় না হয় আমার মনে ॥ বর্ষিছ অনল হে হিমকর। বজশর মোরে হানিছ স্মর ॥ অথবা । মনঃপীড়া অবিরত, মদন আমারে কত, দিতেছ হে হইয়ে নিদয় । যদি তারে এপ্রকারে, দগ্ধ কর বারে বারে, তবে মম অভিমত হয় ॥ হে ভগবন মন্মথ ! আমি তোমাকে যে সম্ভাষণ করিতেছি ইহাতে আমার প্রতি কি তোমার দয়া উপস্থিত হয় না । বৃথা ভাব কত, ভাৰি অবিরত, বড় করিয়াছি তোমারে স্মর । কেমনে হে বাণ, করিয়ে সন্ধান, এদীনের এত যন্ত্রণ কর। ༤༽ -