পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Noხz जडिख्ठान শকুন্তলা নাটক । রাজা । ( ঈষৎ হাস্য করিয়া ) যদি তোমার অভিমত হয়, মুখমাৰুতদ্বারা তোমারচক্ষু পরিষ্কার করিয়া ड़ेि । শকু। তাহা হইলে অত্যন্ত উপকৃত হই বটে, কিন্তু তোমাকে এত দূর পর্য্যন্ত বিশ্বাস হয় না। রাজা । এমত কখন হয় না, নুতন ভৃত্য কখন প্রভুর আ দেশ অতিক্রম করিতে পারে না । শকু তোমার অতিভক্তিই অবিশ্বাস যোগ্য। রাজা। (স্বগত) এৰূপ সময় আর পাইব না । ( শকুন্তলার মুখ উত্তোলন করিতে উদ্যত হইলেন) (শকুন্তলা নিষেধ করিতে লাগিলেন ) রাজা i হে মন্দিরেক্ষণে ! আমার অবিনয় আশঙ্কা করিও না । (শকুন্তলা ঈষৎ দৃষ্টি করিয়া লজ্জাধোমুখী হইলেন ) রাজা। (আঙ্গুলিদ্বারা তাহার মুখ উত্তোলন করিয়া স্বগত) অতি সুকোমল এই প্রিয়ার অধর । সুচারু ফুরণে যাহা হয় শোভাকর ॥ ইঙ্গিত করিছে মোরে হেন মনে লয়। অধর অমৃত পানে যুড়াতে হৃদয়। শকু। আর্য্য! আমার চক্ষু কি দেখিতে পাইতেছেন না। রাজা । সুন্দরি ! তোমার কর্ণোৎপলের সান্নিধ্য হেতু আমি ঈক্ষণমূঢ় হইয়াছি। (মুখবায়ুরদ্বারা শকুন্তলার চক্ষু সেবা করিতে লাগিলেন)