পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক ।

कडूर्थ अझ । কুসুম চয়ন করিতে সখীদ্বয় প্রবেশ করিল sensame="* অন। প্রিয়ম্বদে ! যদিও আমাদের প্রিয়সখী শকুন্তল, গান্ধর্ব্ববিবাহনিয়মে বিশেষ কল্যাণী হইয়া অনুৰূপ ভর্তুগামিনী হইয়াছে, তথাপি আমার মন প্রসন্ন হইতেছে না | প্রিয়। সে কি প্রকার ? অন। অদ্য সেই রাজা যজ্ঞ সমাপন করিয়া ঋষিগণ সমীপে বিদায় প্রাপ্ত হইয়াছেন, পাছে আত্ম নগরীতে প্রবেশ করিয়া অন্তঃপুর সমাগমে আমাদিগের এই বৃত্তান্ত সকল বিস্মৃত হন । প্রিয়। সখি ! ৰিশ্বস্ত হও, তাদৃশী আকৃতি কখন গুণশ্বন্য হইবে না, বরং ইছ চিস্তার বিষয় বটে, যে তাতক