পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ११ অন্ত আর উদয় হইয়ে দুইজনে । জগতের অবস্থা জানায় জীবগণে ॥ আরও । সুধাকর অস্তাচলে করেন গমন । কুমুদিনী হয় দেখ বিষাদে মগন । পূর্ব্বশোভা সুদ্ধ তার চিত্ত পথে রহে । রমণী মলিন মন যেমন বিরহে ॥ আরও। নিশির শিশির ষত, কক্ক স্কুতে অবিরত, পড়িয়ে হয়েছে কিবা লোহিত বরণ । ময়ূর ময়ুরীগণ, নিদ্রা ত্যজি এইক্ষণ, নিজ স্থান ছাড়ি যায় করিতে চরণ ॥ কুরঙ্গ কুরঙ্গী রঙ্গে, নানামত অঙ্গ ভঙ্গে, বেদী পাশ্বেখুরাঘাত করিয়ে সঘন। নিতম্ব উন্নত করি, আলসোরে পরিহরি, গাত্রোথান করি তারা করিছে গমন ॥ আরও । ক্ষিতিধরপ্রধান সুমেরু গিরিবর। র্তার শিরে পণদন্যাস করি নিরন্তর ॥ বিষ্ণু মধ্যধাম ক্রমে আক্রমণ কার | জগতের অন্ধকার লয় ষেবা হরি ॥ সেই শশী ওই দেখ হয়ে হীনকর গগণ হইতে এবে পড়িছে সত্বর ॥ মহত্ লোকেও যদি অত্যাচারী হয়। তাহার অনিষ্ট ঘটে নাহিক সংশয় ॥ (অনঙ্গুয়া প্রবেশ করিলেন । )