পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । অন। (স্বগত) সেই রাজা শকুন্তলার প্রতি যে প্রকার অন্যায়াচরণ করিয়াছেন, বিষয়পরাঙা,খ ব্যক্তির এৰূপ ঘটনা সম্ভবে না। । § শিষ্য । সম্প্রতি হোমের বেলা উপস্থিত, গুরুনিকটে গিয়া নিবেদন করি । (ইতি নিষ্কান্ত । ) অন। রজনী প্রভাত, অতএব শয়নতল শীঘ্র পরিত্যাগ করি ; শীঘ্র বিনিদ্র হইয়াই বা কি করিব ? সমুচিত, প্রভাতকরণীয় কার্য্যে আমার হস্ত প্রসারণ হইতেছে না। এখন সেই কন্দর্পোর মনোবাঞ্ছা পূর্ণ হউক, যিনি আমাদের শুদ্ধহৃদয়৷ প্রিয়সর্থীকে অসত্যপ্রতিজ্ঞ সেই রাজর্ষির সহিত সঙ্ঘটন করিয়াছেন ; রাজৰ্ষির বা অপরাধ কি ? দুর্ব্বাসার শাপই ইহার হেতু বিবেচনা করি। নতুবা তিনি সে ৰূপ মন্ত্রণ করিয়া কি নিমিত্ত একাল পর্যন্ত লেখন মাত্রও প্রেরণ করিলেন না? তবে এই অভিজ্ঞান অঙ্গুরীয় কি তৎ সমীপে প্রেরণ করিব ? ইহাই বা কিৰূপে হইতে পারে, তপস্বিনী দুঃখিনীর অভ্যর্থনায় কে লইয়া যাইবে ? হায়! প্রবাসহইতে প্রত্যাগত তাত কণুকেই বা কি প্রকারে নিবেদন করিব, যে শকুন্তলা রাজা দুষ্মন্ত কর্তৃক পরিণীত হইয়া আপন্নসত্ত্বা হইয়াছে ; হায় ! এখন আমাদিগের কি কর্ত্তব্য ! -