পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞানশকুন্তলা নাটক। b←Ꮌ প্রিয়। ( বিলোকন করিয়া ) শকুন্তলা, সুর্যোদয় মাত্রেই क्लउन्नान रुद्देब्राप्झ् ; नौवाज्ञङ७लज्राञ्जन श्ष्ख् जইয়া তপস্বিনীরা তাহার সহিত আমোদ প্রমোদ করিতেছে, চল আমরা শীঘ্র সমীপস্থ হই । ( বলিয়া চলিলেন । ) -سھے ہییسے অনন্তর যখ নির্দিষ্ট-ব্যাপার শকুন্তলা পরিজনগণের সহিত প্রবেশ করিলেন । শকু। পিসি ! নমস্কার করি। গোতমী। যাদু ! ভর্ত্তার বহুমান-সুচক দেবী শব্দপ্রাপ্ত হও । তপস্বিনীরা । তুমি বীরপ্রসবিনী হও । ( ইহা কহিয়া সকলে নিষ্কান্ত হইলেন । ) সখীদ্বয়। (সম্মুখবর্ত্তিনী হইয়া) সখি ! মুখে স্নান করি য়াছতো? শকু প্রিয়সখীদের সকল মঙ্গলতো ? এই স্থানে বইস। সখীদ্বয়। (মাঙ্গলিক আয়োজন সহ) ওলো শকুন্তলে । সরল হইয়া বইস, আমরা তোমার অঙ্গে মঙ্গল-সমালভন বিলেপন করি । শকু সখি ! অদ্য এই সকল আমার অতিশয় আদর করা উচিত, যেহেতু আজি পর্যন্ত প্রিয়সখীৰূপ ভূষণ আমার স্কুলত হইবে। (এই কথাবলিতে বলিতে অশ্রুধারায় নয়ন যুগল পূর্ণ হইয়া আসিল । ) SY _?