পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । b^ులి প্রিয় । ( শকুন্তলাকে অবলোকন করিয়া) মধুকরী কো টরে থাকিয়াও পদ্মমধুই অভিলাষ করিয়া থাকে। গোত। যাদু ! এই পাদপগণের অনুগ্রহ দর্শনে আমি অনুমান করিতেছি ষে তুমি ভর্তৃগৃহে গিয়া যথেষ্ট ঐশ্বর্য্য ভোগ করিবে । (শকুন্তলা লজ্জায় নম্ৰমুখী হইলেন । ) হারি। সম্প্রতি অভিষেকার্থে তাতক মালিনীতীরে অবতীর্ণ হইয়াছেন, তাহাকে বনবৃক্ষদিগের এই অনুগ্রহ বৃত্তান্ত নিবেদন করিয়া আসি (ইহা কহিয়া নিষ্কান্ত হইলেন । ) * সখীদ্বয় | সখি ! অমর কখন ভূষণ ধারণ করি নাই, বল দেখি কি ৰূপে তোমাকে অলস্থত করিব? তবে চিত্রকর্ম্মপরিচয়ের দ্বারা তোমার অঙ্গে অলঙ্কার নিয়োজন করি । শকু। আমি তোমাদের কর্ম্মনিপুণতা জানি । ( সখীদ্বয় অলঙ্কার পরাইতে লাগিলেন । ) অনন্তর স্নান সমাপন করিয়া ক4 উপস্থিত । কণু (চিন্তা করিতেই ) পতির ভবন, করিবে গমন, আজি শকুন্তলা সতী। বাক্য নাহি সরে, মম আণখি ঝরে, ব্যাকুল হইল মতি ॥