পাতা:অভিমানিনী.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

କଳଞ୍ଚ অভিমানিনী আরোহীর চকিতে ঘুম ভাঙ্গিয়া গেল। চমকিয়া উঠিয়া বালককে দেখিয়া বলিল “কি খোকাবাবু, এরই মধ্যে উঠে পড়েছ ?” বলিয়াই তরুণীকে দেখিতে পাইয়া উঠিয়া দাড়াইয়া বলিল “ময়ে পড়েছিলুম। সকাল হয়েছে তা বুঝতে পারি নি।” তরুণী সহজ ভাবে বলিল “আমাদের জন্য আপনাকে কাল খুব কষ্ট পেতে হয়েছে। এই শীতে রাত্তিরাবেল বাইরে শুয়ে আপনার না অসুখ করে ?” আ। আমি যে কষ্টে ছিলুম তা ত’ নিজের চোখেই দেখেছেন' এমন আরামে ঘুমুচ্ছিলুম যে আপনারা কখন এসেছেন তা জানাতেও পারিনি । হিরণুয় এই সময় নদীগর্ভে কৃষ্ণকায় একটা পদার্থ দেখিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিল, “ গুটি दि ?-ওই যে কাল মতন ? ঐ-ঐ ডুবে গেল।” আরোহী বলিল “ওটা শুশুক। আবার উঠবে দেখ।” তরুণী বালককে আরৈাহীর নিকট দেখিয়া নিশ্চিন্ত হইয়া ক্যাবিনে ফিরিয়া গেল । ক্যাবিনের ভিতর ষ্টোভ জ্বালাইয়া তখন এক জন মহিলা চা প্রস্তুত করিতেছিলেন। তরুণীকে দেখিয়া বলি লেন “কি, খোকা এল না ?” তরুণী বলিল “কাল যিনি আমাদের ক্যাবিন ছেড়ে দিয়েছিলেন, খোকা তার কাছে রয়েছে ।” ম। আহা-ছেলেটি বড় ভাল , চেনা নেই, শোনা নাই, আমাদের জন্য কাল কত কষ্ট পেয়েছে। এই শীতে সমস্ত রাত ঠাণ্ডায় বাইরে পড়ে থাকৃতে হয়েছে। কাল আমাদের সাহায্য না করলে হয় ত” আমরা ষ্টীমারেই উঠতে পারতুম না। অন্ধকার রাপ্তির-ষ্টেশনে নেমে ত