পাতা:অভিমানিনী.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

if অভিমানিনী লিখেছিলেন আমায় পাঠিয়ে দিতে। তাই আমি একবার দেখা করতে এসেছি । ইত্যাবসরে তরুণী প্লেটে বিস্কুট সাজাইয়া দিয়াছিল। মহিলা চা ঢলিয়া যুবককে দিলেন। যুবক চা থাইতে খাইতে বলিল “আর বেশী দেৱী নাই। শীঘ্রই ষ্টীমার বাজিৎপুর ঘাটে পৌছিবে ।” চা খাওয়া শেষ হইলে সীতঁাপতি আবার হিরণ্যায়ের হাত ধরিয়া ডেকে আসিয়া বসিল । হিরন্ময় কত কি বকিয়া যাইতে লাগিল, “আমি ঘুড়ি উড়াইতে পারি। বাবা বলেছে এবার আমায় লাল রঙ্গের মস্ত ঘুড়ি কিনে দেবে। আর একটা বোমা লাটাই । আমি সুতায় এমনি মাঞ্জা দোব। যে কেউ আমার সঙ্গে প্যাচ খেলতে পারবে না । আচ্ছা, সূতায় একটা ছুরি বেঁধে দেওয়া যায় না ? যে প্যাচ খেলতে আসবে, কচ করে डाद्ध श्ऊा cकtछे यitव ?: সী । তোমাদের সঙ্গে আর কেউ আসেনি ? তি । রামদীন দীর ধ্রুয়ান ছিল। মা বললে সে ভুল করে আগে গাড়ী থেকে নেমে পড়েছে । সে বোকা কি না। আমার ভুল হয় না । গাড়ী থামূলে “কুষ্টিয়া” “কুষ্টিয়া” বলে ডাকবে তবে ত’ নামতে হয় ? তা জানে না । তার আবার দাড়ী একটা কাপড় দিয়ে মাথার সঙ্গে বেঁধে DBK SS DDBB BD gE SS DBDBS S KDggg DBSDK C SDDYSMG 45 दg 1 সী । তুমি পড়তে জান না ? তি । দিদির কাছে প্রথম ভাগ পড়ছি। দিদি কলেজে পড়ে কি না। বাবা বলেছে প্লাবনায় আমার একজন মাষ্টার রেখে দেবে। বুড়ো মাষ্টারের কাছে কিন্তু আমি পড়ব না। আচ্ছা পড়লে 'প্রাইজ দেয়, নয় ? দিদি কত বই প্রাইজ পেয়েছে। আমি কিন্তু গান গাইতে