পাতা:অভিমানিনী.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S80 অভিমানিনী बिम्र नित्ड coल, डांद्रश्रद्र आब्र কারও খোঁজ খবর মেই। আহা, ও ७acनtछ, थाङ्कक । बाzश्रद्र लिछेब्र वाऊि १%gद ।” বঁড়িয্যে মশায় বাক্স লইয়া চণ্ডীমণ্ডপে আসিয়া বসিলেন ও চাবি লইয়া লোকটির হাতে দিলেন। লোকটি বাক্সের চাবি খুলিয়া কাগজপত্রগুলি নাড়িয়া চাড়িয়া দেখিত্বে লাগিল। নীড়িয্যে মশায় জিজ্ঞাসা করিলেন “তোমার বাপ বেঁচে আছেন কি ?” লোকটি বলিল “না। অনেকদিন হ’ল তার কাল হয়েছে। একটা বড় বিপদে পড়েই এখানে আসতে হয়েছে। কাগজপত্রগুলি বিশেষ । দরকার। কালকেতায় বোধ হয় একটা মোকৰ্দমা করতে হবে।” বা । তুমি আবার কা’র সঙ্গে মোকৰ্দমা করবে ? তোমার স্বত তিনকুলে কেউ নেই হে । লো। আমার শ্বশুর মশায়ের কিছু সম্পত্তির সন্ধান পেয়েছি । সেইটো উদ্ধারের চেষ্টা করব ? বা । তোমার পরিবায়ে কোথায় ? লো । সে সন্ধান ও পেয়েছি । সেই জন্যেই কলকাতা যেতে হবে । ইতিমধ্যে গ্রামের সংবাদটা রাষ্ট্র কইয়া পড়িয়াছিল। গ্রামের মাতব্বরগণের মধ্যে অনেকেষ্ট বাড়ুষ্যে মশায়ের চণ্ডীমণ্ডপে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন। বাড়িয্যে মশায় একে একে পরিচয় দিতে লাগিলেন “একে চিনতে পােচ্ছ তা ? মুখুধ্যে মশায়। ইনি ঠাকুর ম’শায়। এই যে গোবিন্দ চাটুষ্যে।” . লোকটিও তঁহাদের প্রণাম করিতে লাগিল । মজা দেখিবার লোভে জনকতক বালক বালিকা অদূরে দাড়াইয়া কৃষ্ণকায় লোকটির প্রতি একাগ্রদূষ্টিতে চাহিতেছিল। প্রবীণ ঠাকুর মশায় লোকটিকে উপদেশ দিতেছিলেন "ਚਿਰੋ একটা ঘরটির তোলবার ব্যবস্থা কর। পূৰ্বপুরুষের ভিটেটা ছাড়া উচিত